সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের মানববন্ধন অনুষ্ঠিত
1 min readদিলোয়ার হোসাইন: ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬অক্টোবর মঙ্গলবার বাদ আসর নুরুল হেরা জামে মসজিদ চত্বরে হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান ও প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াস হাসানের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক ডা: এম এ করিম
আজহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবনেতা মাওলানা আব্দুল হক , জেলা ছাত্র জমিয়ত সহ সভাপতি হাফিজ মাবরুরুল হক, হেলাল আহমদ নোমানী, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ উসমানী, অর্থ সম্পাদক হাফিজ শাহ মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, সাবেক ছাত্রনেতা হাফিজ নাঈম আহমদ, সদর উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মুহাম্মদুল্লাহ খান ( Khan Muhammad) , বানিয়াচং উপজেলা সভাপতি মুফাজ্জল হুসাইন, সাধারণ সম্পাদক শাহ আলম, হাফিজ এনামুল হক।
উপস্থিত ছিলেন – শচীন্দ্র কলেজ মসজিদের ইমাম মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, বানিয়াচং উপজেলা ছাত্র জমিয়ত সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম, সমাজ সেবা সম্পাদক ইসলাম উদ্দীন, হবিগঞ্জ পৌর ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ আরিফ আহমদ, মঈনুল ইসলাম, হাফিজ আব্দুশ শহীদ, তারেক আহমদ, হাফিজ মুসাদ্দিক বিল্লাহ, হাফিজ আব্দুল মজিদ, হাফিজ মামুনুর রশীদসহ হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের শতাধিক নেতাকর্মী ।
পরিশেষে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে জেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে সরকারের নিকট ৬ দফা দাবি পেশ করা হয়।