বড়ইউরি ইউনিয়নে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত
1 min readবানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচঙ্গের বড়ইউরি ইউনিয়নে বিট পুলিশিং ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ৬ অক্টোবর হলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিট পুলিশিং সভায় জনাব মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ এর সভাপত্তিত্তে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ। এছাড়া উক্ত বিট পুলিশিং সভায় স্থানীয় ইউ/পি আওয়ামীলীগ সভাপতি, প্যানেল চেয়ারম্যান, ইউ/পি সদস্য, যুবলীগ ও ছাত্রলীগ নেত্রীবৃন্দ, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিট পুলিশিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সার্কেল, হবিগঞ্জ ও অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা ০৭নং বিট এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকদের বক্তব্য শোনেন এবং মাদক, জুয়া, দাঙ্গা ও অপরাধ মুক্ত সমাজ গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রীম তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।