‘নারীর ভয়’
1 min read[ইব্রাহিম হোসেন]
পিতা মাতার মনের মাঝে
আজকে বড়ো ভয়,
সোনার দেশে চারিদিকে
নারী হরণ হয়।
ইস্কুল কলেজ মাদ্রাসাতে
পড়তে মেয়ে যায়,
বাবা মায়ের চিন্তা ধরে
করছে কি যে হায় ?
অফিসেতে গিয়ে নারী
করে কতো কাজ,
রাস্তা, পথে, কার্যালয়ে
হারায় নারী লাজ।
মা ও বাবা সামনে স্বামী
থাকে বড়ো ভাই,
তবু নারী পায় না রেহাই
শরম লুটে খাই।
বর্তমানের জামানাতে
হারায় নারী মান,
শঙ্কা ভয়ে থাকে কখন
যায় রে বুঝি জান।
খোদার কাছে দোয়া করে
মা ও বাবা কয়,
আল্লাহ্ তুমি দেখে রেখো
মেয়ের করো জয়।
হেফাজতে রেখো মাওলা
তুমি সবার রব,
নারী যদি হারায় সম্ভ্রম
হারায় যাবে সব।