রাজাপালং ৯নং ওয়ার্ডবাসীর কাছে “মোরগ” মার্কায় ভোট চাইলেন হেলাল উদ্দিন
1 min readশাহেদ হোসাইন মুবিন :: আসন্ন ২০ অক্টোবর রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে মোরগ মার্কায় ভোট চাইলেন মরহুম বখতিয়ার আহমদ মেম্বারের সুযোগ্য পুত্র হেলাল উদ্দিন।
“মোরগ” প্রতীকে ওয়ার্ডবাসীর কাছে ভোট চাইলেন।
হেলাল উদ্দিন ৯নং ওর্য়াডবাসীর কাছে অনুরোধ করেন, আপনাদের এলাকার সন্তান হিসেবে দীর্ঘ দিন ধরে আপনাদের বিপদ-আপদে, সুখ-দুঃখে, আপনাদের পাশেই ছিলাম। তারই পরিপেক্ষিতে এলাকার গণমানুষের অনুরোধে এই বারের উপনির্বাচনে মেম্বার প্রার্থী হলাম।
২০ অক্টোবর মোরগ” মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবক হিসেবে মাদক-সন্ত্রাস-ভূমিদস্যু মুক্ত শিক্ষা ও শান্তিবান্ধব একটি আদর্শ ওয়ার্ড গঠন করার সুযোগ দিন।
এবং আরও বলেন আমার মরহুম পিতার অবর্তমানে রাজাপালং ৯নং ওয়ার্ডের জনগণের সেবা করতে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশি……
আগামী ২০ তারিখ মোরগ মার্কায় ভোট দিয়ে আমার মরহুম পিতা বখতিয়ার আহমদ মেম্বারের অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিন।
উল্লেখ যে, প্রতীক বরাদ্দের দিন হেলাল উদ্দিন জনগণের “মোরগ” মার্কা পান।
এছাড়া তিনি তার নির্বাচনী এলাকা কুতুপালং, পাতাবাড়ি, হাঙরঘোনা , পিয়কপারা,বড়ুয়াপাড়া, শৈলরঢেবা, টিএনটি, নলবনিয়ায় সাধারণ ভোটারদের সাথে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক চালাচ্ছেন।