পটিয়ার কেলিশহর-হাইদগাঁও পাহাড়ে মাদকের ছড়াছড়ি; ৮০ লিটার মদসহ সিএনজি আটক
1 min read
সেলিম চৌধুরী :: চট্টগ্রামের পটিয়া উপজেলা কেলিশহর- হাইদগাঁও ইউনিয়ন গুচ্ছগ্রাম পাহাড়ের মাদকের ছড়াছড়ি। করোনা সংকট সুয়োগ নিয়ে মাদক কারবারিরা ব্যাপারোয়া হয়ে উটেছে। অভিযোগ রয়েছে ২/৩ জন সংবাদ কর্মীদের দৈনিক পাঁচশ একহাজার টাকা দিয়ে জমজমাট ব্যাবসা চালিয়ে যাচ্ছে মাদক ও ইয়াবা কারবারিরা। এদিকে পটিয়া থানার পুলিশ হাইদগাঁও ইউনিয়ন গুচ্ছগ্রামের রোড়ে সিএনজিসহ ৮০ লিটার দেশী তৈরী চোলাই মদ উদ্ধার করেছে। জানায়ায়, গত সোমবার ভোর সাড়ে ৫টায় হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড শালিকপাড়া গুচ্ছগ্রাম রোর্ডের এডঃ হরিসাধন বাড়ি সামনে গোপন সংবাদের ভিত্তিতে এস আই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিএনজিসহ মদ উদ্ধার করে। পুলিশের অবস্থা টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা সিএনজিতে মদ রেখে পালিয়ে যায়। মাদকের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে হাইদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল হক মেম্বারের বাড়ি এলাকার ইউনুছ মিয়ার পুত্র মোঃ নাছির উদ্দিন (৩১) ও মোঃ আলমগীর (৩৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়ছে।পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, পটিয়ার গুচ্ছগ্রাম থেকে পুলিশ একটি সিএনজিসহ ৮০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। সুএে জানাযায়, কেলিশহর- হাইদগাঁও পাহাড়ি এলাকায় মাদক কারবারি বিশাল একটি সিন্ডিকেট রয়েছে এসব মাদক কারবারি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনকে আরো জোরদার অভিযান পরিচালনা করার দাবি জানান এলাকার সচেতন মহল।