“অবলার কান্না”
1 min read[কাকলী আক্তার মৌ]
দেশ হয়েছে ধর্ষকপুর,
খুন ধর্ষণে ভরপুর।
যুবতী-বৃদ্ধা,দুধের শিশু,
খুবলে খাচ্ছে ধর্ষক পশু।
আইন শাসনে,শক্তি আর,
চাপে নাহি পশুর ঘাড়।
প্রতিবাদ সুর তুললে সবে,
নীরব থাকে সুশীল ভবে।
উন্নয়নের জোয়ারে,
জনতা সব খোয়ারে।
নোংরা নীতি,হোমড়া চোর,
আসতে নাহি দেয় ভোর।
আমজনতা হও শক্ত,
দেশ করবো ধর্ষণ মুক্ত।
যদি নাহি দেখাও শক্তি,
পাবে নাহি কভু মুক্তি।
ঘুমন্ত কবি,নির্বাক ছবি
Kakoli Akther Mou