১০নং পশ্চিম আলীরগাঁও ইউপি নির্বাচন; জনতার সেবক হতে চান গোলাম সারওয়ার সোহেল
1 min read
সীমান্ত ডেস্ক :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাল ধরতে চান ইউনিয়নের সাবেক বারবারের নির্বাচত চেয়ারম্যান আব্দুস ছামাদ (কুটি চেয়ারম্যান) এর বড় ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম সারওয়ার সোহেল।
তিনি ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতি করে আসছেন। ডিগ্রী কমপ্লিট করা পর্যন্ত ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তিনি বিগত কয়েকবার থেকে নির্বাচন করে আসছেন। তার বাবা আব্দুস ছামাদ কুটি মিয়া, কুটি চেয়ারম্যান নামে পূর্ব সিলেট অঞ্চলে পরিচিত। কুটি চেয়ারম্যান তিনি অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের ২২ বছর প্রায় দুই যুগ প্রতিনিধিত্ব করেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি ছিলেন। তারই আদর্শে লালিত গোলাম সারওয়ার সোহেল।
তিনি তার বাবার দেখানো আদর্শে, পথ ও মতে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। তাই বরাবরের মতই এবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সরব আছেন। ২০ দল থেকে মনোনয়ন প্রত্যাশি তিনি।
তিনি বলেন, এলাকার সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে আসছি দীর্ঘদিন থেকে। রাজনৈতিকভাবেও রাজনীতির পিচ্ছিল মাঠে ঠিকে আছি। এলাকার মানুষের সুখ দুঃখ বুঝার ক্ষমতা আছে আমার, অবহেলিত অঞ্চলের মানুষের আর্তনাদ স্বচক্ষে অবলোকন করছি, এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সামাজিক কষ্ট দেখে বাবার আদর্শকে সামনে রেখে নির্বাচনে লড়তে চাচ্ছি। বাবা যেভাবে সব ধরণের মানুষকে একই চোখে দেখতেন, ঠিক সেই আদর্শকে বুকে লালন করে বড় হয়েছি। ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ যায়গায় উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টাসহ সার্বিক উন্নয়নের জন্য একজন আমানতদার, উদ্যমী ও নিঃস্বার্থবান একজন সেবকের প্রয়োজন, আর আমি সেই সেবক হতে চাই।
তাই তিনি ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।