বিয়ানীবাজারে পৌর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
1 min readবিয়ানীবাজার প্রতিনিধি :: কেন্দ্রীয় ছাত্র জমিয়তের কর্মসূচির অংশ হিসেবে
অাজ ০৫-১০-২০ ইং তারিখে ৪.৩০ মিনিটে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখা র উদ্যোগে বিয়ানীবাজার পৌর শহরে এমসি কলেজ ও নোয়াখালী -সহ দেশব্যাপী ধর্ষণ-নির্যাতনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাসির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ পরবর্তী পথসভায় পৌর ছাত্র জমিয়ত সেক্রেটারি মনজুরুল হাসানের পরিচালনায় সভাপতিত্ব করেন শাখা সহ সভাপতি হাফেজ আবদুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল হামিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক রায়হান অাহমদ ও উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি দিলাওয়ার হোসাইন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা কালিমুল্লাহ ফাহাদ,যুবনেতা সাহেদ অাহমদ সুমন , ছাত্রনেতা ওয়াহিদুর রহমান,শরীফুল হাসান,অাবুল কালাম, মাহবুব অালম,অাতিকুর রহমান, জাহেদ অাহমদ, রেদোয়ান অাহমদ, সালমান অাহমদ,হাফিজ কিবরিয়া,জুনায়েদ অাহমদ,বদরুল ইসলাম,লুকমান অাহমদ, অাব্দুল হামিদ, রাহাত,হোসাইন, তাহিদ অাহমদ ফয়সাল,অাবু সাইদ বিন বুরহান,অাবু সুফিয়ান সহ জমিয়ত যুবজমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।