পটিয়ার দক্ষিণ ভুর্ষিতে প্রতিপক্ষের হামলায় সেনাবাহিনীর (অবঃ) কর্মকর্তাসহ আহত ২
1 min read
আরিফুল ইসলাম :: চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খানমোহনা আহমদ ছফা চেয়ারম্যানের বাড়িতে পুর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষরা বেআইনি জনতা গঠন করে দেশীয় অস্ত্রশস্র দিয়ে সেনাবাহিনীর (অবঃ) কর্পোরাল মোঃ নাজিমুল হক চৌধুরী(৪৮) ও তার মেয়ে ফাহমিনা হক মমি (১২) কে এলোপাতাড়ি পিটিয়ে- কুপিয়ে রক্তাক্তজখম করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়। ঘটনাটি ঘটেছে ২ অক্টোবর শুক্রবার সকাল
১০টায় নাজিমুল হক চৌধুরী বসতঘরের উঠানে। এ ঘটনায় মৃত নুরুল হক এর ছেলে মোঃ নাজিমুল হক চৌধুরী বাদী হয়ে একই বাড়ির মুদাচ্ছিল হক প্রকাশ মাসুম (২২) তার পিতা মোজ্জাম্মেল হক চৌধুরী (৫০) সুরাইয়া আকতার (১৮) পুতুল (৪২) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায় দীর্ঘদিন যাবত নাজিমুল হক চৌধুরীী সাথে মোজাম্মেল গং এর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২ অক্টোবর সকাল ১০ মাসুম এর নেতৃত্বে পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা হটাৎ সেনাবাহিনীর (অবঃ) কর্পোরাল নাজিমুল হক চৌধুরীকে এলোপাতাড়ি কিরিচ দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে তার চোখে কপালে গুরুত্বর জখম হয়। এসময় তার শিশু কন্যা পিতার উপর হামলা ঘটনা দেখে এগিয়ে আসলে প্রতিপক্ষরা ৬ষ্ট শ্রেণীর ছাএী ফাহমিনা হক মমিকে কিরিচ মাথায় কুপিয়ে জখম করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। ফাহমিনা হক মমির মাথায় ৪ টি সেলাই হয়েছে বলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান।এছাড়াও প্রতিপক্ষরা নাজিম এর বসতঘরে পল্লী বিদ্যুৎ মিটার ভাংচুর ও ঘরের স্বর্ণ অলংকার লুটপাট তান্ডব
চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে থানায় অভিযোগে উল্লেখ করেন। বর্তমানে সেনাবাহিনীর (অবঃ) কর্পোরাল নাজিমুল হক চৌধুরী প্রতিপক্ষদের নানান হুমকি ধামকি কারণে জীবনের চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে সে জানান। সে এব্যাপারে পটিয়া পুলিশ প্রশাসনহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই মোরশেদ জানান ওসি মোঃ বোরহান উদ্দীনের নির্দেশে তদন্ত চলছে দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।