নাইক্ষছড়ির সীমান্ত থেকে আবারো ১১ বিজিবির দুই অস্ত্র উদ্ধার
1 min readমোহাম্মদ ইউনুছ :: বান্দরবানের নাইক্ষছড়িতে ১১ বিজিবির বিশেষ অভিযানে ১টি দেশীয় তৈরী এক নালা বন্দুক ১টি বল্লব উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানায়, বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে। গত ৫ অক্টোবর ভোর রাত সাড়ে ৩টায় ১১ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনস্থ চাকঢালা বিওপির জেসিও- নায়েক সুবেদার মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে টহল দল বিওপি হতে আনুমানিক ০২কিঃ মিঃ দক্ষিণে এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত মেইন পিলার ৪২ এর ০২ এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হামিদিয়া পাড়া নামক স্থানে প্রতিদিনের ন্যায় টহলে গেলে বিজিবির উপস্থিত বুঝতে পেরে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও একটি বল্লব উদ্ধার করে বিজিবি টহল দল। উদ্ধারকৃত অস্ত্র দুটি নাইক্ষ্যংছড়ি থানায় জমা করার কার্যক্রম চলছে বলে জানান বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক-জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ ঘঠনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান সিমান্তে মাদক, নারী, শিশু,পাচারকারী সহ সন্ত্রাসিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত ছিল, আছে এবং থাকবে।