নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে আলোচনা সভা
1 min readআশাহীদ আলী আশা :: নবীগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্দোগে বঙ্গবন্ধু শিক্ষাদর্শন শিক্ষা ব্যাবস্তা হবে জাতীয় করণ উপলক্ষে গত কাল ৫ সেপ্টেম্বর রোজ সমবার সকাল ১১ ঘটিকায় সময় হিরা মিয়া গার্লস স্কুলে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব লুৎফর রহমান, স্বাগতিক বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ বদরুল আলম (সমতির সেক্রেটারী, প্রধান শিক্ষক, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়)সন্চলনায় মোহাম্মদ আবুল কাশেম ( সমিতির সাংগঠনিক সম্পাদক), কোরআন তেলোয়াত করেন জনাব আব্দুল কাদের, (সহকারী শিক্ষক, বিবিয়ানা উচ্চ বিদ্যালয়) গীতা পাঠ করেন জনাব শীলা পদ দাস ( সহকারী শিক্ষক, হযরত তাজ উদ্দীন উচ্চবিদ্যালয়) বক্তব্য রাখেন জনাব নুরুল আমীন সহকারী শিক্ষক গোপলার বাজার উচচ বিদ্যালয়, জনাব শাহিনুর রহমান সহকারী শিক্ষক, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, জনাব কোবাদুর রহমান, তাজউদ্দীন কোরেশি উচ্চ বিদ্যালয়, জনাব আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, (হিরা মিয়া গার্লস হাই স্কুল), জনাব আব্দুস ছাত্তার ( ভার প্রাপ্ত প্রধান শিক্ষক, এস এন পি উচ্চ বিদ্যালয় & কলেজ) জনাব জয়নাল আবেদীন (প্রভাষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ) সমাপনী বক্তব্য রাখেন জনাব লুৎফর রহমান, ( প্রধান শিক্ষক, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় & কলেজ)।