“ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিন”
1 min readআবুল হাসনাত শিহাব :: আজ সোমবার বাদ আছর ভাটিপাড়া বাজারে সচেতন ছাত্র ফোরাম ভাটিপাড়া ইউনিয়ন এর উদ্যোগে আহবায়ক মোহাম্মদ জাবির হুছাইন চৌধুরী র সভাপতিত্বে ও সদস্য সচিব ইমামুল হাসান এর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ডাঃকাজী আবুতালেব,সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, মাওলানা রেজওয়ান আহমদ,হাঃ সাদিকুর রহমান, হাঃএনামুল হাসান, রুপক আহমেদ চৌধুরী, জহিরুল ইসলাম, রায়সান আহমদ প্রমুখ।
বক্তারা নোয়াখালী জেলার এখলাছ পুর গ্রামে মহিলা কে উলঙ্গ করে নির্যাতন ও এম সি কলেজে গৃহ বধু কে গনধর্ষন কারী দের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।