দ্রুত ট্রাইবুনালে ধর্ষকগোষ্ঠীর বিচার করুন: সিলেট জেলা ছাত্র জমিয়ত - Shimanterahban24
March 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

দ্রুত ট্রাইবুনালে ধর্ষকগোষ্ঠীর বিচার করুন: সিলেট জেলা ছাত্র জমিয়ত

1 min read

সীমান্ত ডেস্ক :: নারী জাতির মর্যাদারক্ষায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই। জনমত যাচাই করে দেখুন শতকরা ৮০% জনগণ আজকে ইসলামী বিচারব্যবস্থার জন্য উন্মুখ হয়ে আছে। ধর্ষকদেরকে ইসলামী আইনে জনসমক্ষে শাস্তি দিন। দেখবেন সমাজ থেকে গুম, খুন, রাহাজানী, হত্যা ও ধর্ষণ সর্বপ্রকার জুলুম বন্ধ হয়ে গেছে।

ছাত্র জমিয়ত কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে (৫ অক্টোবর) সোমবার বাদ আসর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সিলেট জেলা ছাত্র জমিয়ত বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি মুমিনকেই জুলুমের প্রতিবাদ করতে হবে। প্রথমত হাত দিয়ে। দ্বিতীয়ত মুখ দিয়ে। তৃতীয়ত হৃদয় দিয়ে। আফসুসের বিষয় হলো, আমাদের জীবন কেটে যাচ্ছে দ্বিতীয় ও তৃতীয়টিতেই। ৫০বছর থেকে শেষ ২টিতেই সীমাবদ্ধ। জুলুম বন্ধ হচ্ছে না, বরং বেড়েই চলছে। সমাধান প্রথমটিতেই। এটা কনফার্ম। কিন্তু এটা কে কার মাথায় ঢুকায়! চোর শুনেনা ধর্মের কাহিনী। পুরাতন জাহিলিয়্যাত নতুনভাবে মাথাচাড়া দিচ্ছে। ছাত্রসমাজ সজাগ হয়ে একে রুখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি সাবেক সংসদসদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, ধর্ষণ এবং ছাত্রলীগ একসাথে চলতে পারেনা। প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করে তিনি বলেন, সোনার ছেলে ধর্ষকদেরকে সামলান, না হয় সাধারণ জনতা আইন হাতে তুলে নেবে। সামলাতে না পারলে, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন।
বক্তব্য রাখেন, যুবনেতা মাওলানা আখতারুজ্জামান, সিলেট মহানগর ছাত্রজমিয়তের সভাপতি লুৎফুর রহমান ও কোতোয়ালী থানা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুস্তফা সুহায়েল হেলালী, জেলা ছাত্র জমিয়তের যুগ্মসম্পাদক ইয়াহয়া হামিদী, সহসম্পাদক কাউসার আহমদ ও নুমান সিদ্দীক, প্রচার সম্পাদক কেএম তাহমীদ হাসান ও সদস্য ইমরান আহমদ।

পরিশেষে নারী জাতির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি ছাত্র জমিয়ত সিলেট জেলার ৫ দফা দাবি পেশ করে:

১. ধর্ষকদের উপর প্রকাশ্যে ইসলামী আইন কার্যকর করতে হবে।
২. অশ্লীল সিনেমা, মহিলাদের দিয়ে ব্যবসায়ী বিজ্ঞাপন, রাস্তার মোড়ে মোড়ে মেয়েদের বিলবোর্ড দিয়ে পণ্যের প্রচার নিষিদ্ধ করতে হবে।
৩. কুরআন-সুন্নাহে বর্ণিত নারীদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হবে।
৪. নারীদের জন্য পৃথক শিক্ষাব্যবস্থা ও কর্মক্ষেত্রের নিরাপদ ব্যবস্থা করতে হবে।
৫. মহিলারা পর্দা ও শালীন পোষাক নিজেদের জন্য বাধ্যতামূলক করতে হবে।
৬. পুরুষরা নিজেদের দৃষ্টি সংযত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.