গোলাপগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের নগদ অর্থ বিতরণ
1 min readশফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত শনিবার (৩ অক্টোবর) বরায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর পৃষ্ঠপোষকতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর রফিপুর গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
তপন কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ এর পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মঞ্জুর শাফী এলিম।
নতুন কুড়ি শিশু বিদ্যালয়ের পরিচালক বাবু অরুণ কুমার দের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জাকের আহমদ চৌধুরী, মাহবুব আলম, নুর কামাল ও আব্দুল্লাহ প্রমুখ।
তারা সুদূর আমেরিকার মিশিগান ইউএসএ-এর বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতার জন্য আজ অত্র এলাকার হত দরিদ্র অসহায় মানুষ উপকৃত হয়েছেন; যা সত্যিই প্রশংসার দাবিদার। তারা আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুর শাফী বলেন, আমি দীর্ঘদিন মিশিগানে আমার পরিবার পরিজনদেরকে নিয়ে বসবাস করে আসছি। বর্তমানে আমি দেশে বসবাস করে আমার এলাকায় শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি আমার এলাকার মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছি যা আমার চলমান কাজের গতি আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। তিনি এসোসিয়েশনের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন সুদূর প্রবাসে বসেও এই করোনাকালীন আপনারা আমার এলাকার মানুষের সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে আছে, দিনমজুররা জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছে, হতাশায় দিনযাপন করছে এই অঞ্চলের সাধারণ মানুষ; এমন কঠিন পরিস্থিতিতে আর্থিক সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান। সংগঠনের কৃতিত্ব সর্বদা এই অঞ্চলের মানুষ স্মরণ করবে। তিনি সাথে সাথে অনুষ্ঠানের আয়োজকদেরকেও ধন্যবাদ জানান।
শেষাংশে প্রধান অতিথি অসহায় মানুষদেরকে নগদ অর্থ প্রদান করেন। এতে এলাকার বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।