ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর পূর্ণাঙ্গ কমিটি গঠন - Shimanterahban24
March 22, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

1 min read

মৌলভীবাজার প্রতিনিধি ::  মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গলের গাউছিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সন্ধ্যা ৬টায় এক সাধারণ বৈঠকে করোনা ভাইরাসে ও উপসর্গে মৃতদের দাফন কাফনকারী সংগঠন “ইকরামুল মুসলিমীন শ্রীমঙ্গল” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়।

সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ এর উপস্থিতিতে উক্ত বৈঠকে মাওলানা এম এ রহীম নোমানী সভাপতি ও মাওলানা জুনাইদ আহমদ জুনেদ সাধারন সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া হাফেজ মাওলানা শামছুল হক,মাওলানা কুদরত উল্লাহ শরীফ ও সাংবাদিক জালাল উদ্দিন সহ-সভাপতি,
মাওলানা আব্দুল হামিদ মহসিন সহ সাধারন সম্পাদক,মাওলানা হেলাল বিন আব্দুল মালেক সাংগঠনিক সম্পাদক, মাওলানা নাঈমুল ইসলাম হেলাল সহ-সাংগঠনিক সম্পাদক,হাফেজ আব্দুর রাজ্জাক অর্থ সম্পাদক,নাজমুল হাসান সহ-অর্থ সম্পাদক, মুহাম্মদ হারুন মিয়া প্রচার সম্পাদক নির্বাচিত হন।

এবং এহসানুল হক,মাওলানা মুহিবুর রহমান,দেলোয়ার হুসেন,মাওলানা আবুল কাশেম,হাফেজ নিজাম উদ্দিন,এম এ হাদী নাঈম,মাসুদ রানা,আহমদ আলী,তানজিদ আহমদ ছাব্বির ও মুহাম্মদ সুরুজ মিয়া সদস্য মনোনীত হন।
পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষে নির্বাচিত সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী বলেন, আমরা লাশ দাফন কাফন ছাড়াও রোগীদের সেবায় ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন মানবসেবামুলক কাজে আত্মনিয়োগ করতে সদা প্রস্তুব রয়েছি। পরিশেষে তিনি শ্রীমঙ্গলবাসী সহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.