সীমান্তের আহ্বান হোক সত্য ও ন্যায়ের বাহক
1 min readমাওলানা আব্দুর রহমান কফিল (আবির সাবীল)
আমিনুত তা’লীম, মারকাযুল হিদায়া সিলেট
চেয়ারম্যান, খিদমাহ ব্লাড ব্যাংক
সীমান্তের আহ্বান একটি সত্যান্বেষী সংবাদমাধ্যম। গত তিন বছর যাবত সীমান্তবাসীর কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। বর্তমান সময়ে যখন ৯৫% পত্রিকা নিজেদের বৈশিষ্ট্যকে বলী দিয়ে চাটুকারিতা ও গোলামিতে লিপ্ত তখন হলুদ সাংবাদিকতাকে ত্যাগ করে নীতিগতভাবে সীমান্তের আহ্বান এগুচ্ছে দেশ ও জাতির স্বার্থে। ইসলামী ঘরানার পত্রিকা হিসেবে আলেমসমাজেও বেশ জনপ্রিয়তা রয়েছে। তিন বছরের দীর্ঘপথ পাড়ি দিয়ে চতুর্থ বছরে পা রেখেছে এ সংবাদমাধ্যম।
পোর্টালের আগামি হোক হকের পথে আরও বেগবান। সংশ্লিষ্ট সবার প্রতি রইলো অজস্র শুভ কামনা ও ভালোবাসা।