সত্য ও নীতির সাথে কাজ করে আরও এগিয়ে যাক সীমান্তের আহ্বান
1 min readসজিবুর রহমান আশিক
প্রতিনিধি, সীমান্তের আহ্বান
উত্তর-পূর্ব বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যম সীমান্তের আহ্বান ৪র্থ বছরে পদার্পণ করেছে। এতে আমি খুবই আনন্দিত। সীমান্তের আহ্বান গত তিন বছরে মানুষের মাঝে স্থান করে নিয়েছে এটা নির্দ্বিধায় বলা যায়। আর এটি কেবল সম্ভব হয়েছে তাদের নীতি ও আদর্শের উপর অটল-অবিচল থেকে কাজ করে যাওয়ার জন্যে।
আমি চাই, সীমান্তের আহ্বান হোক অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার এর বিরুদ্ধে এক নতুন যুদ্ধা। সত্য ও নীতির সাথে কাজ করে আরও এগিয়ে যাক বাংলার প্রতিটি কোনায় কোনায়।
অতএব সীমান্তের আহ্বান পরিবারকে আমার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। দোয়া করি আরও এগিয়ে যাও দুর্বার গতিতে এই প্রত্যাশা রইল।
একজন প্রতিনিধি হিসেবে সীমান্তের আহ্বান প্রত্রিকায় কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
সবশেষে এতটুকু বলব, সুস্থ ও মননশীল চিন্তা নিয়ে সামনে দিকে এগিয়ে যাও। বন্ধুর পথ যতই কঠিন হোক আধার কেটেই তো আলোর সন্ধান।
আল্লাহ হাফিজ