পটিয়ায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মতবিনিময়; করোনা সংকটে সচেতন হওয়ার আহ্বান
1 min readসেলিম চৌধুরী: আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর আলম বলেছেন, মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় দলের নেতাকর্মী ও সমর্থকদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজ সারা বিশ্বব্যাপী করোনার ছোবলে আক্রান্ত হচ্ছে মানুষ, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, তাহলে আমরা মহামারী করোনাভাইরাস সংকট মোকাবেলা করতে সক্ষম হব। পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখুন, বেশি করে আল্লাহ ডাকুন তিনি নিশ্চয়ই বান্দাদের কথা শুনবেন। আলমগীর আলম ১২ জুন শুক্রবার বিকালে স্থনীয় একটি ক্লাব হলে সামাজিক দুরত্ব বজায় রেখে পটিয়া পৌরসভার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পটিয়া পৌরসভার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এস পি কামাল। পটিয়া পৌরসভা আওয়ামী মুক্তি যোদ্ধা প্রজন্মলীগ সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাউছার, মো. হাসান মানিক, মো. সাইফুল ইসলাম বিপুসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।