১১তম দিনে গোয়াইনঘাটে করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারসহ নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে জমিয়তের ত্রাণ সহায়তা
1 min readআবু তালহা তোফায়েল :: আজ ১১তম দিনের মত ১৮ এপ্রিল (শনিবার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে গোয়াইনঘাটে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি উপজেলার তোয়াকুল ইউনিয়নের বাসিন্দা তার বাড়ি লকডাউনে থাকায় গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ তার প্রতিনিধিদের মাধ্যমে ১ হাজার টাকার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে দেন। সচেতনতা বৃদ্ধিতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির আশেপাশের কয়েকটি বাড়িও লকডাউন করা হয়েছে। তাদের জন্যও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে তাদের পরিবারে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মাঝে চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন- কর্মহীন অসহায় দুঃখী মেহনতী দিনমজুর মানুষের মাঝে এবং মধ্যবিত্তদের মাঝে যারা বর্তমান পরিস্থিতিতে দুর্ভোগে দিনযাপন করছে, তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিশেষত করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবার আশেপাশে প্রতিবেশীরা লকডাউনে আছে, আছে নজরদারিতে। তাদের সহায়তা করা দরকার। তাই সাধ্যনোযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। এসময় তিনি আরো বলেন, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্যে অনুপ্রেরণা দেয়। মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। মানবসেবা হচ্ছে উত্তম সেবা। আমাদের সমাজের সকল বিত্তশালীদের উচিত মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।