সোনামণি (কবিতা)
1 min read[ইব্রাহিম হোসেন]
আমার সোনামণি ওরে আমার যাদুমণি,
তোকে নিয়ে দুটি চোখে স্বপ্ন কত বুনি !
তুই যে আমার প্রাণের প্রিয় স্বপ্নের যুবরাজ,
তোকে পেয়ে জীবন আমার ধন্য হলো আজ ।
আঁধার ঘরের বাতি তুই আমার ঘরের সাজ,
তোর কারণে আমার ভবে জীবন বাজির কাজ।
লেখাপড়া শিখে তুই অনেক বড় হবি,
গরিব দুঃখী সবার মুখে হাসি ফোটাবি ।
আল্লাহ তুমি দয়া করো তুমি মেহেরবান,
তোমার দেওয়া উপহার আল-ইমরান।
চিরদিন সুখে রেখো, রেখো বিপদমুক্ত ;
তোমার দ্বারে দোয়া করি তুলে দুটি হস্ত ।
তোমার দেওয়া উপহার করো তুমি হেফাজত,
তুমি ছাড়া আমার হাতে নেই তো কোন হকিকত।
নেই ক্ষমতা আর কারো যে তোমার উপর জানি,
তোমার উপর সপে দিলাম এই উপহার খানি।
বাবা হয়ে ছেলের তরে দোয়া করি আজ,
কবুল করো আল্লাহ তুমি বাবার মুনাজাত ।