শরিয়তপুরের ডামুড্যায় করোনা রুগী সনাক্ত
1 min readশরিয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুর জেলার ডামুড্যায় করোনা রোগী সনাক্ত হয়েছে উপজেলার ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিশাকুড়ি গ্রামের। তিনি এক সপ্তাহ আগে তার স্বামী কে ডাক্তার দেখানোর জন্য ঢাকা গিয়ে ছিলেন।
শুক্রবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোস্তফা কামাল।
স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জানান, ৩০ বছর বয়সী ওই মহিলা কয়েকদিন আগে ঢাকা থেকে আসেন তার স্বামীর ডাক্তার দেখিয়ে। পরে গত ১৫ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য আইসিডিডিআরবি পাঠানো হলে শুক্রবার রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া যায়।
এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ মুঠোফোনে জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এই এলাকার ৪০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ বিভাগীয় টিম তার বাড়ীতে রোগির অবস্থা পর্যবেক্ষণ করছে।