লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতিতে জুবায়ের আহমদ আনসারী’র জানাযা অনুষ্ঠিত
1 min readমাহদী হাসান :: বিশ্বনন্দিত মুফাস্সিরে কোরআন মাওলানা জুবায়ের আহমদ আনসারী গতকাল ইন্তেকাল করেন। আজ সকাল দশটায় বি-বাড়িয়া,বিশ্বরোড, উনার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এবং বর্তমান নাজুক পরিস্থিতিতেও কোরআনের পাখির মহব্বতে লক্ষাধিক মুসল্লিদের জমায়েত হয়।
জানাযার নামাজ পড়ান, উনার সুযোগ্য উত্তরসূরী মাওলানা হাফেজ আসাদুল্লাহ গালিব আনসারী।
উল্লেখ্য, গতকাল বি-বাড়িয়ার শায়েখ সাজিদুর রহমান স্থানীয় প্রশাসনের সাথে জানাযার নামাজ নিয়ে কথা বলেন। প্রশাসনের লোকজন বলেন, জানাযায় লোক সমাগম ঠেকানো হবেনা,তবে সামান্য দূরত্ব রেখে সতর্কতার সহিত জানাযা আদায় করা হবে। এবং প্রশাসনদের সহযোগিতা সার্বিক ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়।