নবীগঞ্জে সরকারী যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করলেন; জেলা প্রশাসক
1 min readআশাহীদ আলী আশা।।
নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়াভাঙ্গা হাওরের সরকারী যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান।
গতকাল শনিবার(১৮ এপ্রিল) সকালে হাওরে গিয়ে এই ধান কাটার উৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলার কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল করিম,থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান আজিজ,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,আবু সিদ্দিক,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া,দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক মতিউর রহমান মুন্না,ছনি চৌধুরী,মোঃ হাসান চৌধুরী,মোঃ সফিকুল ইসলাম নাহিদ প্রমুখ।এসময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,আমাদের এই দেশে খাদ্যর অভাবে কেউ মরবে না।দেশ রতœ শেখ হাসিনা হত দরিদ্র,শ্রমিক, কৃষকদের জন্য যতেষ্ট পরিমান খাবার রেখেছেন ।এ সময় তিনি ধান কাটা শ্রমিক দের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি চাল,১ কেজি তৈল,২ কেজি আলু,১ কেজি ডাল,এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে দুধ, বিস্কুট,কেক সহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে তোলে দেন।