কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণের ত্রাণ পৌঁছাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে
1 min readজাহিদ হাসান ইমাদ।
প্রিয় পাঠক ও সূধিবৃন্দ, আসসালামু আলাইকুম।
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমযান ও চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিপদগ্রস্থ কর্মহীন দিনমজুর দুঃস্থ গরীব অসহায় মানুষদের মধ্যে ত্রাণ হিসেবে কিছু খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এবং প্রতিটি ইউনিয়নের জন্য সমপরিমান ত্রাণ সামগ্রী নির্ধারিত ব্যক্তির মধ্যে স্থানীয় ভাবে বন্টনের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
সম্মানিত উপজেলাবাসী; আপনারা বিগত সময়ে লক্ষ করেছেন যে, কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ; কোম্পানীগঞ্জ উপজেলায় ভিবিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে। সে ধারাবাহিকতায় দেশের এহেন দূর্যোগপূর্ণ সময়ে বিশ্বের ভিবিন্ন প্রান্তে কোম্পানীগঞ্জ উপজেলার রেমিট্যান্স যোদ্ধারা তাদের নিরলস প্রচেষ্টায় উপযুক্ত একটি ফান্ড তৈরী করে প্রায় চার শতাধিক এর বেশি কিছু মানুষ কে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিতে পবিত্র রমযান মাসের শুরুর লগ্নেই ছয়টি ইউনিয়নে এ কর্মসূচী বাস্তবায়ন করতে কাজ করছে। যদিও একটি সামাজিক সংগঠনের পক্ষে পুরো উপজেলার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভবপর নয় তা সত্বেও সংগঠনটি তাঁর স্বামর্থ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখছে।
এবং সংগঠনটি অত্র উপজেলার বিত্তবান ও সরকারি সহায়তাখ্যাত জনপ্রতিনিধিসহ সকল সামাজিক সংগঠন গুলো তাদের মহৎ উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এই দূর্ভোগপূর্ণ সময়ে অত্র উপজেলার গরিব দুঃখী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে।
পরিশেষে বর্তমান পরিস্থিতিতে সকলের অবস্থান থেকে সচেতনতা গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের চলমান দূর্যোগ কেটে উঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং অতীতের ন্যায় সংগঠন টি আপনাদের সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যাক্ত করে।
নিজ সচেতনতায় সুস্থ থাকা এবং সমাজ ও রাষ্ট্র কে নিরাপদ রাখার লক্ষে সরকারের নেয়া সকল পদক্ষেপ আইন কানুন যথাযথ মেনে চলার সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ রইলো।
ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়া’লা আমাদের কে এহেন মহামারী থেকে মুক্তি দান করে আবার স্বাভাবিক জীবনে ফিরে দিবেন এই প্রার্থনা মহান রবের কাছে। আমীন
#কোম্পানিগঞ্জ_প্রবাসী_
সমাজ_কল্যাণ_পরিষদ।
কেন্দ্রীয় প্রচার বিভাগ।