সরকারের পক্ষে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
1 min readজুবায়ের শরীফ, ঢাকা জেলা প্রতিনিধি : দোহার উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেন দোহার উপজেলা প্রশাসন।
১৭ এপ্রিল শুক্রবার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবার নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় কুসুমহাটি ইউনিয়নের হতদরিদ্র, কর্মহীন শ্রমিক, রিক্সা চালকসহ মোট ২১৮ জনকে সরকারের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও ৩৩৩ হট লাইনে কল করে ত্রাণ সামগ্রী সহায়তা চাহিত ৯ টি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। করোনার কারনে বিপদগ্রস্থ প্রতিটি পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও দোহারে জনসমাগম রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় উপজেলা কৃষি অফিসার, পিআইও, পাবলিক হেলথ অফিসার ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।