যুক্তরাজ্য প্রবাসী নজির মিয়ার পক্ষ থেকে ১১০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
1 min read
আশাহীদ আলী আশা।।
করোনা ভাইরাস সংক্রমন রোধে অসহায় দরিদ্র লোকদের মাঝে নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের মোঃ নজির মিয়া(লন্ডন প্রবাসী) ও মোঃ মন্নান মিয়া (লন্ডন প্রবাসী) এবং তাদের পরিবারের পক্ষ থেকে নাদামপুর গ্রামে ১১০ পরিবারের মধ্যে ত্রাণ বিররণ করেন। শুক্রবার(১৭ এপ্রিল) দুপুর থেকে ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকারী পরিবারের পক্ষে নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইয়াওর মিয়া এবং তার পরিবারের সদস্যগণ যারা দেশের এই ক্রান্তিলগ্নে অত্যন্ত নিভৃতে এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় লোকজনের পরিবার পরিজনদের মধ্যে নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন৷
এতে গরিব অসহায় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন। এমন মহৎ কর্মে এলাকা বাসীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকারী পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল, এবং তাদের দীর্ঘায়ু কামনা করছেন। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে দেশের অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলেই মনে করেন সচেতন মহল ।