বৃহত্তর হরিপুর পিকআপ চালক সমিতির পক্ষ থেকে ১৩০ সদস্য কে খাদ্য সামগ্রী বিতরণ - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

বৃহত্তর হরিপুর পিকআপ চালক সমিতির পক্ষ থেকে ১৩০ সদস্য কে খাদ্য সামগ্রী বিতরণ

1 min read

মোঃ-আব্দুল্লাহ,বিশেষ প্রতিনিধি সিলেটঃ-

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং চট্ট-২১৫৯) এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা কমটির উপ-কমিটির আওতাদ্বীন বৃহত্তর হরিপুর পিকআপ চালক সমিতির নিজস্ব পক্ষ থেকে

১৬ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় সময় নিজ কার্যালয়ে করোনার কারনে ঘরে বসে থাকা অসহায় শ্রমিকদের জন্য ১৩০ সদস্য কে চাল,ডাল,লবণ,তৈল,আলু,পিয়াজ,সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্রমিক নেতৃবৃন্দ ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং চট্ট-২১৫৯) এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা কমটির উপ-কমিটির আওতাদ্বীন বৃহত্তর হরিপুর পিকআপ চালক সমিতির সভাপতি বিলাল আহমেদ,সাধারণ সম্পাদক হিফজুর রহমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোস্তফা সহ সকল নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.