জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে গোয়াইনঘাট জমিয়তের শোক প্রকাশ
1 min readআবু তালহা তোফায়েল :: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর দেশের নন্দিত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সন্ধ্যা ৬.২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।
এর আগে ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা খেছে এ প্রবীণ বক্তাকে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছসহ সংগঠনে নেতাকর্মীরা।
এক শোক বার্তায় গোয়াইনঘাট উপজেলা জমিয়ত বলে যে, দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের কথা বলে গেছেন তিনি।
শোক সন্তপ্ত পরবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহি আত্মার শান্তি কামনা করেছেন।