চড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে লিফলেট বিতরণ ও জিবানু নাশক স্প্রে
1 min readআনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতংকিত হয়ে কোন ভীতিকর অবস্থার সৃষ্টি না করার জন্য হরিপুর উপজেলা’সহ দেশবাসীকে সবিনয়ে অনুরোধ জানিয়েছেন এবং করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে বাজারের দোকানে ও নিজ গ্রামে লিফলেট বিতরণ করেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ স্কুল চড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক এরফান আলী।
তিনি বলেন, করোনা নিয়ে উদ্যোগ বা দুশ্চিন্তা কোনও সমাধান নয়। বরং এ প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা পেতে নিজের সচেতনতাকে বাড়াতে হবে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে নিচের পরামর্শগুলো অনুসরণ করার জন্য সকলকে বিনীত ভাবে অনুরোধ করেন তিনি।
প্রতিদিন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে গোসল করুন, ঠাণ্ডা-জাতীয় খাবার থেকে দূরে থাকুন, ঘনঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন, সামাজিক ডিস্টেন্স বজায় রাখুন। চড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালেয়র প্রধাণ শিক্ষক এরফান আলী বলেন,
নিজ গ্রাম থেকে পুরো ওয়ার্ডের হাট-বাজার ও অলিতে-গলিতে আজ থেকে প্রতিদিন জিবানু মুক্ত কার্যক্রম চলছে এবং সুস্থ পরিবেশ না ফিরে আসা পর্যন্ত পর্যায়ক্রমে গোটা উপজেলাজুড়ে এ কার্যক্রম চলবে, এছাড়াও প্রতিটি পরিবারের সদস্যদের হাত ধোওয়ার জন্য ৫০০ পরিবারের মাঝে সাবান বিতরণ করা হচ্ছে। করোনা প্রতিরোধে আমি ও আমার স্ত্রী এক মাসের বেতন আমরা আমাদের উপজেলার সাধারণ মানুষের জন্য ব্যয় করবো।