করোনা! মাদানী অর্গানাইজেশন USA’র বৈচিত্র্যময় উদ্যোগ; প্রশংসায় ভাসছে সর্বমহলে
1 min readউলামা হযরতের জন্য খুশির বার্তা
আরিফুর রশীদ : সিলেট দক্ষিন সূরমা উপজেলাধীন মোগলাবাজার ইউনিয়নের সম্মানিত উলামায়ের কেরামদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান মহামারি করোনা পরিস্থিতিতে আপনাদের মাদরাসা সাময়িক বন্ধ রাখার কারনে মাদরাসায় খেদমতে অংশগ্রহণ করা অসম্ভব হয়ে উঠছে।
তাই শুধুমাত্র আপনারা যারা দেশের বিভিন্ন স্থানে খেদমতে ছিলেন কিন্তু এখন লক ডাউনের মধ্যে নিজ বাড়িতে অর্থাৎ মোগলাবাজার ইউনিয়নে অবস্থান করছেন। আপনারা যদি সুযোগ দেন তাহলে MADANI ORGANIZATIONS USA (মাদানী অর্গানাইজেশন আমেরিকা) আপাতত আপনাদের খেদমতে এগিয়ে আসতে চাচ্ছে।
তাই আপনারা আতংকিত না হয়ে নিজেদের নাম-ঠিকানা। প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা (যে প্রতিষ্ঠানে খেদমতে আছেন)। জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার সহ সকল তথ্য MADANI ORGANIZATIONS USA এর ইনবক্সে মেসেজের মাধ্যমে পৌছে দিবেন।
ইনশাআল্লাহ MADANI ORGANIZATIONS USA আপনাদের খেদমতে সর্বদা প্রস্তুত।
নিবন্ধনের শেষ তারিখ, ৩০ শাবান তথা রমজানের আগের দিন পর্যন্ত।
ইনশাআল্লাহ মাদানী অর্গানাইজেশন আমেরিকা ধারাবাহিকভাবে পুরো দক্ষিন সুরমার প্রতিটি ইউনিয়নের উলামায়ে কেরামের খেদমতে অব্যাহত থাকবে।
বি.দ্র. যদি আপনার পরিচিত এমন কোন উলামায়ে কেরাম থাকেন যিনি ফেইসবুক ইন্টারনেট ব্যবহার করেন না। তাহলে দয়া করে আপনি উনার ডকুমেন্ট গুলো মাদানী অর্গানাইজেশন এর চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম’র ইনবক্সে অথবা আমার ইনবক্সে মেসেজ দিয়ে পাঠিয়ে আরেক ভাইয়ের সহযোগিতায় অংশ নিবেন।
জরুরী প্রয়োজনেঃ
মাওলানা শায়খ এজাজ আহমেদ,
(শেওলার হুজুর) মুহাদ্দিস জামেয়া রেংগা।
মোবাইল +8801714483298
মাওলানা শায়খ নুরুল ইসলাম বারইগ্রামী,
মুহতামীম বারইগ্রাম মাদরাসা।
মোবাইল +8801712796118