করোনা! জনসচেতনতা বৃদ্ধিতে মাঠে কাজ করছে আল-আমিন পরিচ্ছন্ন গ্রুপ
1 min readনিজস্ব প্রতিনিধি :: রুস্তমপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে কিটনাশক প্রয়োগ ও জনসচেতনতা তৈরিতে আল আমিন পরিচ্ছন্ন গ্রুপ।
একজন সেচ্ছাসেবক মোঃ আল আমিন। জীবনের জুকি নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলছে গুটি কয়েকজন সেচ্ছাসেবক নিয়ে। অনেক সময় ছুটে চলে একা একা মানুষের বাড়ি গিয়ে সচেতনতা মূলক লিফলেট, কিটনাশক প্রয়োগ ,সাবান দিয়ে হাত দোয়ার নিয়ম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদ ইত্যাদি। অর্থাৎ কিভাবে মানুষে করোনাভাইরাস থেকে দূরে রাখা যায় এই প্রত্যাশায় এগিয়ে চলা। তিনি ১নং রুস্তমপুর ইউনিয়নের একজন সম্মানিত সেচ্ছাসেবক।