করোনায় আক্রান্ত আব্দুল হক উতুল’র ইন্তেকাল; সাবেক শিক্ষামন্ত্রী’র শোক
1 min readবিয়ানীবাজার প্রতিনিধি।।
বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের কৃতি সন্তান, নিউইয়র্ক প্রবাসী ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুকুল হক এর বড় ভাই মোহাম্মদ আব্দুল হক ( উতুল ) করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ১৭ এপ্রিল নিউইয়র্ক সময় দুপুর ১২ঃ৩০টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
এদিকে, এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন,
নিউইয়র্কে প্রবাসী, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আবদুল হক উতুলের ইন্তেকালের খবর শুনে খুবই মর্মাহত হয়েছি। আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
দোয়া করি আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন।আমিন।