এ কেমন তোমার হাল
1 min read
[কাকলী আক্তার মৌ]
ওগো সোনার বাংলা;সবুজে সবুজে লাল-
এ কেমন তোমার হাল?
খাটের ভিতর তেলের খনি-
চাল পাওয়া যায়,ঘাটলে পানি।
দেখে,তোমার করুন দশা?
অশ্রুতে তাই বাড়ে হতাশা।
চোরের মায়ের বড় গলা-
চিল্লি দিয়ে তাই,লাগায় তালা।
চোরে চোরে আজ বেধেছে হালি-
দিকে দিকে তাই;বদনাম খালি।
তদন্ত-ফদন্ত সবি হয়-
চোরের কথাই,চোরে কয়।
দেশ হয়েছে ছিড়া তেনা-
রক্তে যারে হয়েছে কিনা…
বেশি বলি না,সংশয়ে প্রাণ;
নাড়ি ধরে মারবে যে টান।
প্রাণ বায়ুটা যাবে চলে-
কি হবে আর তখন বলে…?
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।