একটি ছেলের স্বপ্ন - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

একটি ছেলের স্বপ্ন

1 min read

[ইব্রাহিম হোসেন]

সিলেট জেলার গোয়াইন ঘাটে একটি ছেলের বাস,
সেই ছেলেটির জীবনী করবো আমি ফাস ।

গোয়াইনঘাট থানাটার দ্বারীখেল গ্রাম ,
মোশারফ হোসেন হল সেই ছেলেটির নাম ।

অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক বড় হবে ;
লিখাপড়া শিখে সে নিজের পায়ে দাঁড়াবে ।

প্রাইমারি শেষ করে দিল এস এস সি ,
পাস করিল ফর পয়েন্টে মনে বেজায় খুশি ।

রেজাল্টের দুই মাস পর চোক্ষু গেল ক্ষয়ে ,
একটি চোখে দেখে সে কষ্ট বুকে নিয়ে ।

ডান চোক্ষু নষ্ট হল বাম চোখে সে দেখে ,
কানা ট্যারা বলে তাকে টিটকারি দেয় লোকে ।

লেখাপড়ায় মন বসে না, মন বসে না কাজে ;
জীবন ভরে গেল তার দুঃখ-কষ্ট সাজে ।

সেই ছেলেটি থেমে নেই কষ্টে কলেজ করে ,
স্বপ্ন আশা বুকে নিয়ে মানুষ হবার তরে ।

স্বপ্ন একটা দোলা দেয় তার মনেরি মাঝে,
লিখাপড়া শিখে শেষে ডাক্তার হবে সে যে ।

নিজের সেবায় নয় তো সে মানব সেবার তরে,
নিজের জীবন বিলিয়ে দিবে ডাক্তার হওয়ার পরে।

ও নিয়তি ! করি মিনতি কবুল কর তারে ,
সৎ ইচ্ছা জাগে যার মনের ভিতরে ।

ও মোশারফ ! আর ভেবনা মানুষ হবে তুমি ,
কবুল করবেন আল্লাহ তোমায় তিনি অন্তর্যামী ।

1 thought on “একটি ছেলের স্বপ্ন

  1. মোশারফ হোসেন,আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.