আমি নিব হাজার বস্তা
1 min read[কাকলী আক্তার মৌ]
আমি নিব হাজার বস্তা;কতক নিবি তুই-
এত প্যাচালের কি দরকার;যাহা বলছি,সই।
সাধে কি আর নেতা হইছি,মেম্বারিতে খরচ-
এত্ত সাহস কোথায় পাইলি;আমার বস্তা ধরছ?
হঠাৎ করে বেড়ে গেল,এত সাহস তোর-
আমায় বলিস হারামজাদা,আরো বলিস চোর?
দুই কলম,হাতের লেখায়;করবি কিরে তুই?
আমার দেহ,চামড়া ছোয়ার;শক্তি পাবি কই?
ভাবিস কিরে?নেতা হওয়া;কথা চাট্টি খানি?
জানিস কত,খুন খারাবি,করেছি রক্ত পানি?
আমারে তুই জেলে পাঠাবি;এতই আমি সস্তা?
মাথায় রক্ত উঠলে কিন্তু,থাকবি না তুই আস্তা?
যা দিচ্ছি,নিয়ে তুই;এখান থেকে সর-
নাইলে কিন্তু ছাড়তে হইব;আপন দেহ ঘর।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।