আহ! কী হবার ছিল? আর কী হচ্ছে?
1 min read[সাইদুজ্জামান আল হায়দার]
গোটা বিশ্ব আজ মহাবিপর্যস্ত।করুনা মহামারির তান্ডবে ক্ষত বিক্ষত।স্বজন হারানো ব্যাথায় ব্যতিত।স্ব-স্ব কর্ম ছেড়ে গৃহবন্দী।ক্ষুধার্তদের আর্তনাথে আকাশ – বাতাশ বারী।আল্লাহ ওয়ালাদের দিবা-নিশী দীর্ঘশ্বাস নিক্ষেপ।মক্কা,মদিনা,তাওয়াফে বায়তুল্লাহ,দরসে কুরআন,দরসে হাদীস,দরসে ইসলাম,উমরাহ সহ হাজার হাজার আপামর তৌহিদ জনতার ইজতেমায়ী আমল বন্ধ।ইতিহাস সাক্ষী ইতিপূর্বে যে সব অাজাব তথা বন্যা, সুনামি, সাইক্লোন,খড়া,তুফান,ঘূর্ণিঝড় ও বালা-মুসিবত মানুষকে অনেকবার ক্ষতিগ্রস্ত করেছে ।যা আমরা দেখেছি, সাধারণত এসব মুসীবত একটি,দুটি দেশ কিংবা একটি অঞ্চলে হানা দিয়েছে।এত লং টাইম থাকতো না।
কিন্তু এখন যে বিপর্যয় নেমে এসেছে তাতে গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে। পূর্ব-পশ্চিম,উত্তর-দক্ষিন, উন্নত-অনুন্নত, ধনী-গরিব, সাদা-কালো, গ্রাম-শহর, কোনো ভেদাভেদ নেই। সর্বত্র এই মহামারী সংক্রমিত হচ্ছে অর্থাৎ তার তান্ডব চালিয়ে লন্ডবন্ড করে দিচ্ছে ।এমন মহা বিপর্যয় একসাথে পুরো বিশ্ব ইতিপূর্বে কেউ দেখে নী? বিশ্ব এখন নতুন এক মহা সংকটের মুখে। কিন্তু এই সংকট থেকে পরিত্রাণে বিশ্ববাসীর প্রস্তুতি শুণ্যের ঘরে বলা যায়। দুনিয়ার জন্য এটা নিশ্চয় একটি মহা ক্রান্তিকাল।
বিশ্বের এই ক্রান্তিকালে একমাত্র আল্লাহ তায়ালার কুদরতি সাহায্যের বিকল্প নেই।মাননীয় সরকার,স্বাস্হ্যমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ করে চিকিৎসকদের সামনে দেশবাসীর জন্য অবদান রাখার এক বিশাল সুযোগ এসেছে। সুযোগ এসেছে তাঁদের আত্মনিবেদন করার। সুযোগ এসেছে একথা প্রমাণ করার যে, মানবতার সেবা করার জন্য তারা এই পেশা বেছে নিয়েছেন। আমরা দেখছিও তাই, তারা জীবনের ঝুকি নিয়ে মানবতার সেবা করে যাচ্ছেন এর জন্য তারা প্রশংসার প্রাপ্য।আমি মনে করি আমাদের দেশে বহু অভিজ্ঞ,নিষ্ঠাবান, সাহসী, এবং মানব দরদী চিকিৎসক রয়েছেন। তাঁরা জানেন,দেশের মাটি ও মানুষের জন্য কিছু অবদান রাখতে পারা আত্মতৃপ্তী ও গৌরবের বিষয়।তাই এ মানবতার যুদ্ধে তারা পিছপা হবেন না!ইনশাআল্লাহ।
তবে অবাক লাগে প্রতিদিন মিডিয়ায় আসে মরা বাছার এ মহা দুর্দিনে নেতা নামের কলংদের তরে যারা ত্রাণসামগ্রী চাল, ডাল, তৈল ও নগদ অর্থ অবৈধ ভাবে গ্রহণ করে!থুথু সেই নেতাজীকে!
সম্মানিত ডাক্তার,নার্স,পুলিশ,মিডিয়া কর্মিসহ,যারা এই মরণ ব্যধির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত! আসলে আমরা সে জাতি যারা কভু জীবনের হিসাব কসিনি, আমরা কখনো নত হইনি, ঝুকিনি,থামিনি,স্তব্ধ হইনি। আমরা গোটা দুনিয়ার জন্য বিস্ময়, আমরা অদম্য,আমরা মানব সেবা আর আথিতিয়তায় অনন্য। আমাদের কর্তব্যরত ডাক্তারগণ রোগী ফেলে কীভাবে পালিয়ে যেতে পারেন? বিশ্বাস করি নি?
আহ!এখনো মোরা পাপের মহা সাগরে নিমজ্জিত।অন্তর, টাকা, সময় ও অঙ্গ-প্রতঙ্গদ্বারা গোনাহ করছি।পক্ষান্তরে এ মহাবিপদে অমুসলিমরা জাকে জাকে মুসলিম হচ্ছে!যে দেশে অাজান বন্ধ ছিল সেখানে আজান চালু হচ্ছে।তাই আসুন আমরা বেশি বেশি করে আমল-ইবাদত ও সদকা করে আল্লাহ মুখি হই।
লেখক; মুহাদ্দিস,রাজনীতিবিদ,সমাজসংস্কারক ও কলামিস্ট।