তাফসীর সম্রাট আল্লামা জুবায়ের আহমদ আনসারী আর নেই
1 min read
আজ (১৭ এপ্রিল) শুক্রবার বাদ আসর সন্ধা ০৫টা ৪৫মিনিটের সময় আনছারী সাহেব পরকাল বাসী হয়েছেন বলে জানিয়েছেন জুবায়ের আহমদ আনছারী প্রতিষ্ঠিত মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর আজ বিকেলে নিজ বাড়িতে মারা যান দেশের কোটি হৃদয়ের প্রিয় ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনছারী।
মুত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্কী,ছাত্র,ভক্ত ও সহযোদ্ধা রেখে যান তিনি। তার ইন্তেকালে ইতোমধ্যে দেশ – বিদেশে আলেম সমাজসহ আপামর তৌহিদী জনতার মধ্যে শোক নেমে এসেছে।
আগামীকাল শনিবার সকাল ১০ টায় মাওলানা জুবায়ের আহমদ আনছারী রাহ.এর জানাজার নামাজ হজরতের প্রতিষ্ঠিত ও পরিচালিত, জামিয়া রাহমানিয়া বেড়তলা, বিশ্বরোড সংলগ্ন, বি বাড়িয়া,মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। কোটি তৌহিদী জনতার হৃদয়ের রাহবরের তরে দোয়া ও তার রেখে যাওয়া আমানত তথা দাওতে ইসলাম,সিয়াসতে দ্বীন ও মরকজে দ্বীনের প্রতি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।