অসহায় কর্মবঞ্চিত ইজিবাইক চালকদের মাঝে ত্রাণ বিতরণ করছেন সুজন
1 min readআনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অসহায় ও কর্মবঞ্চিত ইজিবাইক চালকদের মাঝে ত্রাণ বিতরণ করছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন। তিনি ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি সরকারি কলেজ মাঠে উপজেলার কর্মবঞ্চিত ইজিবাইক চালকদের মাঝে এ ত্রাণ তুলে দেন।
এ সময় তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের অহংকার আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি’র নির্দেশনায় কর্মহীন মানুষেরা যেন ক্ষুধার জন্য অসহায়ত্ববোধ না করে সে কারনে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যতদিন দেশে এ পরিস্থিতি বিরাজ করবে আমরা তাদের পাশে আছি এবং আমাদের ত্রান বিতরনের কাজ অব্যাহত থাকবে। নিজেদের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এ নেতা।