হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াল দলইরগাঁও (কোনাপাড়া) প্রবাসী পরিজনবর্গ
1 min readজাহিদ হাসাম ইমাদ।।
বর্তমান বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের সচ্ছল খুঁটি (Immigran) অর্থাৎ:প্রবাসীদের শতাধিক কষ্টের ফসল আনন্দের সাথে পাঠানো (Remittance) অর্থাৎ: অর্থপ্রেরণ।
আর তাদের পাঠানো সহযোগিময় অর্থ দিয়ে এই মহামারীর সময় সমাজব্যবস্থা ও গরীব-দুখি মানুষের সহযোগিতার সংগ্রামে এগিয়ে আসলো (দ:গ:কোনা পাড়া) প্রবাসী পরিজনবর্গ।তাই প্রিয় প্রবাসী অভীষ্ট লক্ষ্যে রেখে। আজ( ১৬/০৪/২০ইং) বৃহস্পতিবার দলইরগাও কোনা পাড়া ( এফ:আই:ভি:ডি:বি:)সংলগ্ন মাঠে, প্রবাসী কামোচ্ছ্বাসে মহল্লার যুবসমাজের মাধ্যমে এবং প্রবাসীদের নির্বাচিত দায়িত্বশীল দের কর্মপ্রচেষ্টার আদ্যন্তে অনুষ্ঠিত হয়,অতীব প্রকাণ্ড খাদ্য সামগ্রী বিতরণ। তএ খাদ্য সামগ্রী বিতরণে নিবেষিত ছিলেন নিজ মহল্লার গৌরব শিক্ষানুরাগী ডাক্তার জুনেদ আহমদ এবং শিক্ষানুরাগী রুবেল আহমেদ, নূর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম ও সম্ভাব্য মেম্বার প্রদপ্রার্থী সেলিম উদ্দিনসহ মহল্লার সকল যুবসমাজ এবং গ্রামেরবর্ষিয়ান মুরব্বিগণ।
লেখনীর মধ্য শীর্ষে আমার পক্ষ থেকে দলইর গাঁও (কোনা পাড়া) সকল প্রবাসী কর্মকর্তা ও দায়িত্বশীল কোমলমতি গরীব-দুখিদের অন্যাতম সহযোগি রেমিটেন্স প্রাপ্ত মানব কল্যাণকামী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং শান্তিময় চিরন্তন বানী (আসসালামুয়ালাইকুম) আশা প্রার্থী শুভেচ্ছা আপনাদের মধ্যে গ্রহনযোগ্য হবে। ( ইনশাআল্লাহ)
(খাদ্য বিহীন হতদরিদ্র নিয়ে আমি অধমের কামোচ্ছ্বাস)
মহামারী যেমন নিয়ে আসে কষ্ট তেমনি নিয়ে আসে দূর্ভিক্ষ আর দরিদ্রতার ছোঁয়া। বিশেষত দরিদ্র লোকের জন্য এটি কষ্ট সাধ্য এবং লকডাউনে শহর আর গ্রাম উভয় ক্ষেত্রেই একই অবস্থা। অনেক গরিব মানুষের কর্মসংস্থান বন্ধ হওয়ার উপক্রমে খাদ্যসামগ্রী কেনার সামর্থ্য হারিয়ে গেছে। তাই মহামারী করোনার কারণে তাদের দুঃখ-কষ্টের সীমালগ্ন পেরিয়ে খাদ্যহীন হতে হচ্ছে। তারা খোদার কাছে হার মেনে রাস্তায় খাদ্যহীন হয়ে পড়ছে এবং খাদ্যদ্রব্যের অভাবে স্বাস্থ্যের বেগাত ঘটছে। তাঁরা ধনীদের মতো মিষ্টি রোদের সৌন্দর্য আর পিঠা-পুলির স্বাদ থেকে তারা বঞ্চিত। তাই সুষ্ঠু জীবন তাদের কাছে সৌন্দর্যের উৎস নয়। তারা মহামারী বিদায়ের অপেক্ষায় থাকে। করোনার অভিশাপ থেকে তারা মুক্তি পেতে চায় এবং ধনবানদের একটু সাহায্যের জন্য তারা অপেক্ষা করে। আর এই শ্রেণির মানুষের দুঃখ অনুভব করে
( দলইরগাও কোনা পাড়া) প্রবাসীদের পক্ষ থেকে
খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা প্রতিরোধে আল্লাহ কাছে সামাধান চায়।
তিনিই একমাত্র উপাসনা।
Lastly: Almighty Allah wishes, O Allah, to receive the expatriates who have come to see the beloved party, Dairaga, for their wonderful service to the society.