সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে, লাল নিশান টানিয়ে বাড়ি লকডাউন
1 min readনিজস্ব প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে একই পরিবারের ৪ জনকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। লাল নিশান টানিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে।
জানাগেছে, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অনুচন্দ গ্রামে মৌলভীবাজার থেকে একই পরিবারের ৪ জন ১৩ এপ্রিল সোমবার তাদের বাড়িতে অাসেন। মৌলভীবাজার থেকে আসা একই পরিবারের ৪ জনকে ১৪ এপ্রিল মঙ্গলবার ১৪ দিনের জন্য তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন যুব সমাজ। তাদেরকে সরকারি নিতিমালা অনুযায়ী ১৪ দিন নিজ ঘরে কোয়ারেন্টিনে বসবাস করা ও প্রতিবেশিদের সাথে মিলামেশা না করার জন্য তাদের বাড়ি লকডাউন হিসেবে বাড়িতে লাল কাপর দিয়ে চিহ্নিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান মোয়াজ্জিন, সৈয়দ মনসুর আহমদ, মোঃ হাসান মিয়া, মোঃ মনসুর আলী, মোঃ দুদু মিয়া, মোঃ মনসুর মিয়া, মোঃ রাজন মিয়াসহ স্থানীয় লোকজন লাল নিশান টানিয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান মোয়াজ্জিন জানান, মৌলভীবাজার থেকে ৬নং ওয়ার্ডের অনুচন্দ গ্রামে অাসা একই পরিবারের ৪ জনকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এবং লাল নিশান টানিয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়।