সিলেটের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবে শিল্পপতি আলহাজ্ব মনসূর আহমেদের ত্রাণ
1 min readমাসুম আল মাহদী :: বৃহত্তর জৈন্তা তথা সিলেটের গর্বিত সন্তান,বিশিষ্ট শিল্পপতি,দানবীর ও সমাজ সেবক,গরিবের পরম বন্ধু,বিশিষ্ট ব্যবসায়ী মনসূর এডোকেশন এন্ড পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ (Mansur Education and Pablic Welfare Trust Bangladesh) এর চেয়ারম্যান আলহাজ্ব সায়্যেদ মনসূর আহমদ সাহেবের অর্থায়নে ট্রাস্টের পক্ষ থেকে বৃহত্তর জৈন্তার বিভিন্ন স্থানে এবং সিলেট সদর উপজেলা, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শিঘ্রই একসাথে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হবে ইনশাআল্লাহ।
করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ শুধু নয় গোটা বিশ্ববাসী। নিম্ন আয়ের হতদরিদ্র ঘরবন্ধি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে কোনো দুস্থ-দরিদ্ররা যেন অনাহারে না থাকে, সেই পদক্ষেপ নিয়েই এই মহৎ উদ্যোগ গ্রহণ করে মনসূর এডোকেশন এন্ড পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ।