লোহাগড়া ৮০০ দরিদ্র অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা প্রদান - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

লোহাগড়া ৮০০ দরিদ্র অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

1 min read

মোঃ নয়ন ইসলাম শুভ, নিজস্ব প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া ইউনিয়নের নিহত সাবেক চেয়ারম্যান বদর খন্দকারের পরিবারের পক্ষ থেকে আট’শ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চরবগজুড়ি গ্রামে চেয়াম্যানের নিজ বাড়িতে এ খাদ্য সহায়তা প্রদান করেন নিহত চেয়ারম্যানের মা রাবেয়া বেগম,স্ত্রী নাজনিন বেগম, ভাই বাবর খন্দকার। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমাজ সেবক হেমায়েত হোসেন, মহিউদ্দীন ভূইয়া, ইউপি সদস্য রসুল মিয়া, টুলু শেখ প্রমুখ ।

নিহত বদরের স্ত্রী নাজনিন বলেন, প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে করোনা পরিস্থিতিতে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামান্য সহযোগিতা করে এলাকাবাসীর সেবা করতে চাই।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী সন্ত্রাসী হামলায় লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদর খন্দকার নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.