ফুলবাড়ীতে ছাত্র সংগঠণ (SSA)এর জীবাণুনাশক স্প্রে
1 min readমাহফুজার রহমান মাহফুজ (কুড়িগ্রাম প্রতিনিধি)।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরন-ব্যাধী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পাড়া – মহল্লায় ঘুরে বাড়ীতে বাড়ীতে গিয়ে জীবাণুনাশক স্প্রে করছেন ফুলবাড়ী উপজেলার শাহবাজার ছাত্র সমিতির( SSA) নেতৃবৃন্দরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে শাহবাজার ছাত্র সমিতি( SSA) সংগঠনের উদ্যোগে অামাদের একটা মেসেঞ্জার গ্রুপ বানানো হয়েছে। করোনা রোধে এই গ্রুপে এলাকার তরুন ছেলেদেরকে যুক্ত করা হয়েছে। এই সংগঠনের মোট সদস্য সংখ্যা ২১ জন। এই গ্রুপের কার্যক্রম শুরু করা হয় ১৪ এপ্রিল তারিখে।তখন থেকে অামরা প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে জীবাণুনাশক স্প্রে, বাজারের দোকানের সামনে রশি দিয়ে নিরাপদ দুরুত্ব নিশ্চিত করন , কাঁচাবাজারে সামাজিক দুরুত্ব নিশ্চিত করন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছি। শাহবাজার এলাকায় আমাদের এ সংগঠনের মাধ্যমে টেলি-মেডিসিন সেবা নিশ্চিত করা হবে।