পটিয়া শান্তির হাঁটের বাজার ইজারাদার কে ২০ হাজার টাকা জরিমানা
1 min readসেলিম চৌধুরী :: ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের পটিয়া শান্তির হাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং ইতিপূর্বে মৌখিক ও লিখিতভাবে বলা স্বত্ত্বেও জনসমাগম করে বাজার বসানোর অপরাধে ইজারাদারকে ২০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ফারহানা জাহান উপমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পটিয়া, চট্টগ্রাম।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনসহ পুলিশ সদস্যরা। বাজার ইজারাদার বার বার সরকারি আদেশ অমান্য করে চলছে। করোনাভাইরাস সংক্রমণ টেকাতে প্রশাসন নানান উদ্যোগ গ্রহণ করেছে যারা উপজেলা প্রশাসন ও সরকারের সিদ্ধান্ত আদেশ অমান্য করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানাগেছে।