পটিয়া পৌরসদরে করোনা রোগী সনাক্ত; ১২ পরিবার লকডাউনে
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রামের পটিয়া পৌরসদর ১ নম্বর ওয়ার্ডে একজন করোনা রোগী সনাক্ত হওয়ায় অদ্য ১৬.০৪.২০২০ তারিখ রাত ১.৩০ ঘটিকায় পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাগজীপাড়া নাইখাইন রোডের ১২ টি ঘর (পরিবার) মোট ১৪টি, সদস্য সংখ্যা প্রায় ৫০ জন) লকডাউন করা হয় উপজেলা প্রশাসন। তাদেরকে আগামী ১৪দিন এই ঘরগুলোর কোন সদস্য এখান থেকে বের হতে বা নতুন কেও এখানে প্রবেশ করতে পারবেন না বলে
উপজেলায় নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা নির্দেশ দিয়েছেন।
আক্রান্ত রোগীকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসময় সংলগ্ন এলাকায় লাল পতাকা টাংগানো হয় ও আপাতত ২০ কেজি চাল, ও অন্যান্য খাদ্যসামগ্রী দেয়া হয় পরিবার গুলোকে । এলাকার মসজিদ থেকেও মাইকিং করা হয়। আগামীকাল আরো মানবিক সহায়তা প্রদান করা হবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা,সহকারী কমিশনার ভুমি (পটিয়া) ইনামুল হাসান, পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল খালেক সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আক্রান্ত ব্যক্তির এক আত্মীয় দুই মাস আগে বিদেশ থেকে এসেছেন বলে জানা যায়। কিন্তু, সদ্য অন্য কোন বিদেশ ফেরত ব্যক্তির সরাসরি সংস্পর্শে তিনি আসেননি বলে জানা যায়। লকডাউনকৃত ব্যক্তিরা ছাড়া আক্রান্ত ব্যক্তির স্বামী/পরিবারের অন্যান্য সদস্যরা গত কয়েকদিনে যাদের সংস্পর্শে এসেছেন তাদের আবশ্যিকভাবে আগামী ১৪দিন হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে। আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদের সাথে যাদের সংস্পর্শ হয়েছিল তাদের তালিকা করা হচ্ছে। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। ফারহানা জাহান উপমা উপজেলা নির্বাহী অফিসার।এদিকে বিভিন্ন সুএে জানাগেছে ঐ এলাকায় নারায়ণগঞ্জ- ঢাকা- সাতকানিয়া- থেকে কিছু পুরুষ- নারী পরিবারে বসবাস করছে তারা কোন অবস্থায় সরকারের নিয়ম আদেশ মানছেনা না বলে এলাকার লোকজনের অভিযোগ এসব বিষয়ে তদন্ত পুর্বক ব্যাবস্তা নেওয়ার দরকার মনে করেন সচেতন মহল।