পটিয়ায় জাপার নেতা মোস্তাক আহমদ হতদরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
1 min readপটিয়া প্রতিনিধি।।
পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিভিন্ন পাড়ার হতদরিদ্র গরীব, দুঃখী, মেহনতী, দিনমজুর, কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন রকমারি সবজিসহ খাদ্য সামগ্রী ঘরে ঘরে ভেন গাড়ি নিয়ে পৌঁছে দেন। এসময় তার সাথে ছিলেন দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলার সাংবাদিক সেলিম চৌধুরী সহ এলাকার কয়েকজন উদীয়মান যুবনেতাসহ জাতীয় পার্টির কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে মোস্তাক আহমদ বলেন যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মহামারী করোনাভাইরাস মোকাবেলা করতে হবে, গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। তিনি আরোও বলেন,সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে, আলিশান বাড়িতে আইসিসি রুমে বসে থাকলে হবেনা জনগণ বাঁচলে দেশে রাজনীতি ও অর্থনীতি সমাজনীতি । তিনি সকলকে সচেতন থেকে পরিস্কার পরিছন্নতা মধ্যে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।