নির্মল রঞ্জন গুহের পক্ষে থেকে ১০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ
1 min readজুবায়ের শরীফ, ঢাকা জেলা প্রতিনিধি।।
ঢাকা জেলার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের পক্ষ থেকে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। এই সময় ১০০ পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে এই অসহায় পরিবারগুলোর মাঝে এই ত্রান পৌছে দেয়া হয়।
সারা দেশের মতো দোহারেও করোনা মহামারীর কারনে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ পেশার মানুষ। সাধারন মানুষের কাজ না থাকায় এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়ায় বাবু নির্মল রঞ্জন গুহ। তার পক্ষ থেকে এই অসহায় ও দরিদ্র ১০০ পরিবারগুলোর মাঝে ত্রান পৌছে দেয়া হয়। এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু নির্মল রঞ্জন গুহ। এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দুস্থদের মাঝে সেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছে। এই মুহুর্তে সকল বিত্তবানরা এগিয়ে আসলে দেশে কোন খাদ্যের অভাব থাকবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমানসহ ঢাকা জেলার ও দোহার উপজেলার অন্যান্য নেতাকর্মীরা। সার্বিক সহায়তায় ছিলেন খালেক মোল্লা।
এই কঠিন সময়ে ত্রান পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।