তোমার স্মৃতির আঙ্গিনায় (পর্ব- ৩)
1 min read[চৌধুরী ক্বায়নাত]
হাতটা নিচের দিকে টেনে, চাপা গলায় বলছি……. ইরফান! আজ মনে হয় রেষ্টুরেন্ট বন্ধ। চল অন্য একটাতে………..
— হুসসসসসস চুপ করে দেখে থাকো, এখন আর কিছু বলোনা।
.,আমাকে কথাটা শেষও করতে দিলনা!!!!!!!
হাতটা ছাড়িয়ে নিয়েছে।
একি!!!!!! নেকাবটা নিচে পড়ে গেলো কেন?!!!!!
আশ্চর্য তো!!!! নিচে ঝোকে নেকাবটা নিলাম।
সোজা হয়ে দাড়াতেই সে বলল…..
এক গুচ্ছ নয়, শুধু একটি মাত্র ফুল, তোমাকে দিলাম।olny for you…..
আমি ঠাই দাড়িয়ে আছি, আর অপলক চোখে চেয়ে আছি, আমার জন্য কালো গোলাপ হাতে সেই স্বপ্নের মানুষ টা দাড়িয়ে আছে। ইসসসসস হাটু ভেঙ্গে বসলে কি এমন ক্ষতি হতো। যাক যাই হোক চেষ্ট তো করছে।
— মিমি!একটু চেচিয়ে, কি হলো নাও
., হুমমম, ফুল হাতে নিয়ে আমার চোখ কপালে👀
উঠেগেল। এটাকি কাপড়ের ফুল আর গোলাপের সুবাস!!!!!! কি ভাবে সম্ভব?!!!
–ওহহহ আতর ইউজ করেছি, শুধু তোমার জন্য হি হি।
., হুম খুব ভালো,।
— আমার রেষ্টুরেন্টে তোমাকে স্বাগত জানাই। এসো এবার ভিতরে প্রবের করে আমাকে ধন্য করে।
,. তোমার মানি? তুমি কখন কিনলে? বলনি তো আগে।
— আরে আজকের জন্য আমার। এবার তো ভিতরে আসো।
., হুমম।
চার দিকে কেমন এক নিরবতা ছেয়ে গেছে, স্টাফ পাঁচ জন আর আমরা দুজন ছাড়া কেউই নাই। ঠিক মাঝামাঝি গিয়ে দাড়িয়ে আছি।
— ভয় হচ্ছে তাই না!? কেন আসতে গেলে এটাই চিন্তা করছ এখন!
.,একদম না, এসব কিছুই আমি ভাবছিনা।
আমি ভাবছি আজকে দিনটা মুক্ত ভাবে অনুভব করবো, আমরা একসাথে এই প্রথম নতুন সম্পর্কে বেড়াতে এসেছি। আমি কিছুই মিস করতে চাইনা।
ঠিক মাঝামাঝি চেয়ারে বসেছি।
— আমি যদি তোমাক ঘনিষ্ট ভাবে চেয়ে বসি, কি করবে তুমি? আমাকে কি ফিরিয়ে দিবে।নাকি খারাপ মনে করবে?
., ________________মনে মনে বলি
কি বলে এই ছেলে!
— কি হলো? বলো???????
Excuse me! Order Please….
কেমন ছেলেরে এটা কি তার বাসা নাকি কি খাবে না খাবে ডেটা বলতেও উঠে যেতে হয় নাকি।!
আমি আর কি করবো একা বসে আছি।
মোবাইলে কথা বলতে বলতে এসে বসেছে।
কথা শেষ করে আমাকে বলে,,
— কয়টায় বাসায় যাবে? না মানি বাসায় কি বলে এসেছ সেটা জানতে চাইছি?
,,,আম্মুকে বলেছি তোমার সাথে আছি সেটা।
—কি…..হ! তোমার আম্মু বকেনি? আর তুমি আমার কথা কেন বলতে গেলে? এখন খালামনি কি ভাববেন আমাকে?
কোন ফ্রেন্ডের সাথেআছ বললেই পারতে।
., মিথ্যা কেন বলবো? সত্যিটাই বলেছি।কোন সমস্যা হয়েছে নাকি?
— হুমমম একটুতো হবেই, তুমি তো জানই আপুরা এইসব পছন্দ করেন না,। আর ভাইয়া শুনলে জীবন্ত কবর দিবে।
.,টিসুর প্যাকেট এগিয়ে দিয়ে, কপালটা মুছে নাও। আমি অতটা বোকা নই যে তোমাকে বিপদে ঠেলে দিব।
এক বছর আগে থেকেই আম্মু জানে, আমাদের সম্পর্কের কথা। এক রকম বাধ্য হয়েই বলতে হয়েছে।
— অহহহহ আচ্ছা!
কফি দিয়ে গেলো,
ওয়াও কফিতে খুব সুন্দর করে লাভ একেছে,
হাতে কফির কাপটা নিয়ে যখনি চুমুক দিতে যাবো……..
–স্টপ স্টপ এখন মুখে দিবেনা ওটা আমাকে দাও দেখি।
., নাও!
হুমমম পাগল একটা কফিট ঠান্ডা করছে, আর আমার এক হাত ধরে রেখেছে।
— তুমি তো এতো গরম কফি খেতে পারনা। ভুলে গেলে কেন?
., মোবাইলের রিং টা বেজে উঠল, সাথে আমিও চমকে উঠলাম, চমকেউঠারর সাথে হাতটাও ছেড়ে গেলো।
আমার ফ্রন্ড ফোন করেছে,
— নামকি?
., হাফিজ
— কলটা ধরো ইমার্জেন্সি হবে হয়তো।
., ফোন স্পিকার অন করে কথা বলছি।
সালাম দিয়ে কেমন আছে জানতে চাইমাম
হিফাজ—- ভালো আছি। আমাকে রিপার নাম্বারটা সেন্ড কর না প্লিজ।
ওহহহহ ওকে।
কেটে দিলো।
কফি ঠান্ডা করা হয়েছে,
— নাও তোমার কফি! আর আমার অ্যান্সারটা দাও।
কিছু বুঝে উঠার আগেই কিস💋 করে পুনরায় নিজের জায়গায় এসে বসে পরছি।
— চমকে উঠে কি হলো এটা! তু তু তু মিইই এটা কি ক ক করেছ? কেএএন করলে?
খুব লজ্জা পেয়েছি, তবে আনন্দ টাই বেশি হচ্ছে।
নিচেরদিকে তাকিয়ে বলা শুরু করেছি।
আমি তোমাকে কখনোই ফিরিয়ে দিবনা। তুমি এমন কিছুই চাইবেনা সেটা আমি খুব ভালো করে জানা আছে আমার। আমার হাত ধরতে তোমার ৫ বছর সময় গেলেছে, আর অন্য কিছুর কথা বলছ তুমি!
আচ্ছা আজ না হয় তোমার মাঝে হারিয়ে দাও আমায়।
আমি বলছি, আমি দেখতে চাই, হারতে চাই তোমার মাঝে। তোমার ভালোবাসায়।
., সেই কখন থেকে আবুল তাবুল কি সব বলে যাচ্ছ আসলে কি বলতে চাও সেটা বলো না! এসব মুল কতা নয় অন্য কোন কথা আছে বলো।
— __________
., কি হলো ভয় পাচ্ছ মনে হচ্ছে!
প্লিজ বলে ফেলো, একন আমারি খুব টেনশন হচ্ছে।
— প্লিজ একটু চুপ করে বসো না। বলবো তো। হুমম ভুলেই গিয়েছিলাম তোমার কাছে আমি কিছুই লুকাতে পারিনা। আমি না বল্লেও তুমি ঠিক টের পেয়ে যাও।
.,হুমমম।
— তোমার ফোনটা দাও একটু দেখব।
., ওহহ আচ্ছা নাও দেখ।
এবার বলো তোমার নিরবতার কারণ কি?
— _______
.,কি হল বলো?
— না মানি তো তোমার বিয়েটা……..
ওকে কথাটা শেষ করতে দিলামনা
., ওহহহ এই কথা চিন্তা করোনা, ওরা মানা করে দিবে।
হাসছি আমি, আর ইরফান মুখ মাথা নিচু করে বসে আছে।
কি হলো এতো টেনশন নিচ্ছ কেন?
হঠাৎ করেই বলে ফেললো
— ওদের তোমাকে ভালো লেগেছে, দুদিন বাদে তোমার এনগেজমন্টের ডেট ফিক্সড করেছে।
#চলবে।