জনপ্রতিনিধি নয়, সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করুন; উবায়দুল্লাহ ফারুক
1 min readসীমান্ত ডেস্ক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী মাঠে কাজ করছে। তাদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা দরকার। এটি সরকারের কাছে জমিয়তের আবেদন।
জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়েছে দেশের মানুষ। সরকারি মালামাল লুটের খবর আসছে। তাদের মাঝে আমানতদারীতা নেই। সুতরাং বারবার জনপ্রতিনিধিদের উপর আস্থা রাখার কোনো কারণ দেখি না। সকল খবর গণমাধ্যমে আসেনা। যেটুকু আসছে ততটুকুই আমাদেরকে অবাক করে দিয়েছে। যদি সব খবর গণমাধ্যমে আসতো তাহলে লুটের পরিমান আরো বেশি হতো। বলছিলেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
তাই বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অপরিহার্য দাবি হয়ে উঠছে।” যোগ করেন তিনি।