ঘুমধুমের তুমব্রুতে করোনা রোগী সনাক্ত; এলাকা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন
1 min readএন এম সিকদার।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়ার তাবলীগ ফেরতএক ব্যক্তি করোনা পজেটিভ সনাক্ত হয়েছে; নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য সহকারী মোবাশ্বেরুল হক।এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে-সাথে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত)দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংবাদকর্মী,স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম এসে কোনারপাড়াসহ ঘুমধুম বেতবনিয়া বাজার,তুমব্রু বাজার লকডাউন ঘোষণা করে এলাকাবাসীকে মাইকিং করে ঘরে অবস্থান করার জন্য সতর্ক করা হয়।বিনা প্রয়োজনে বাড়ী-ঘর থেকে বের না হতে; সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে প্রয়োজন ছাড়া কেউ বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন পুলিশ প্রশাসন।
এই ব্যাপারে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তারিক আজিজ জামী জানান, সনাক্ত হওয়া ব্যাক্তি ইতোঃপূর্বে তাবলীগ জামাত থেকে ফেরত আসে, তাকে হোমকোয়ারান্টাইন মানার জন্য সরকারি নির্দেশনা প্রদান করলেও তিনি তা মানেন নি; গতকালও বাজারের ঘুরাফেরা করে। এলাকাবাসী সনাক্ত হওয়া ব্যাক্তিকে আইসোলেশনে পাঠানোর জোর দাবী জানান।